‘বিজ্ঞানের উৎকর্ষতায় গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলে শ্রেণি ভিত্তিক বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দিনব্যাপী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষে বিজ্ঞান সম্মত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। এছাড়া তৃতীয় থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড পৃথক শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, স্কুলের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান খান বাবু। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের উপদেষ্টা মো. হাফিজুর রহমান, প্রিন্সিপাল মাহফুজা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মাহাবুবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু জানান, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীরা তাদের মেধাকে বিকশিত করে সৃজনশীল চিন্তা-চেতনায় দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন প্রকল্প মেলায় তুলে ধরেছে। যা ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য একধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।