কৃষ্টিবন্ধন ত্রিপুরা ভারত কমিটির বাংলাদেশে আগমন উপলক্ষে কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঢাকার আয়োজনে, রোববার বিকেলে বিশ^সাহিত্য কেন্দ্রে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষ্টিবন্ধন বাংলাদেশের সভাপতি ড. সবুজ শামীম আহসানের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ড. সিরাজুর রহমান ও দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি রেজাউদ্দিন স্টালিন, বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হেসেন নিপু, কৃষ্টিবন্ধন ত্রিপুরা ভারত কমিটির সভাপতি ড. দেবব্রত দেবরায়, ড, মুজাহিদ রহমান, কৃষ্টিবন্ধন দিনাজপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, কবি সাংবাদিক সাকিল আহমেদ, কবি আব্দুল কাইউম, কৃষ্টিবন্ধন যশোর জেলার সভাপতি হায়দার আলী।স্বাগতকথা বলেন অনুষ্ঠানের আহ্বায়ক সুদাম কুমার বিশ^াস ও শুভেচ্ছা বক্তব্য দেন কৃষ্টিবন্ধন বাংলাদেশের সাধারণ সম্পাদক দিল আফরোজ মিতা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী স্বর্ণিমা রায়, সুদাম কুমার বিশ^াস, সৈয়দ একতেদার আলী, গুলশান বহ্নি, হাফিজা শারমিন সুমি, মিতা মল্লিক, মঞ্জু সাহা, শামসাদ শাহনীন, রমা দাস, দেবাঞ্জনা সেন, পাপড়ি ভট্টাচার্য এবং নৃত্য পরিবেশন করেন হায়দার আলী, প্রেমা ও তার দল, গোপা গোস্বামী, মৈত্রী ভট্টাচার্য, কুশল দেব ও অঙ্কিতা পাল।