মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে একটি বিশেষ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নীলিমা বাছাড়, জেসিম অন্তন, আব্দুস সবুরসহ বেশ কয়েকজন প্রাচ্য আকাদেমীর তরুণ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
প্রাচ্যসংঘের সদস্য প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান, প্রাচ্য আকাদেমীর অধ্যক্ষ আশরাফ হোসেন প্রমুখ।