যশোরে মদক উদ্ধার ভারতীয় দু’ নাগরিকসহ গ্রেফতার-৪

ভারতীয় ১৪ বোতল মদ ও ৫শ’ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ভারতীয় নাগরিক রয়েছে। এরা হচ্ছে,ভারতের উত্তর ২৪ পরগনা,প্রদেশ পশ্চিমবঙ্গ জেলার গাইঘাটা থানার আংরাইল ঝাউডাঙ্গা গ্রামের রবিন্দ্রনাথ গোলদারের ছেলে বাপ্পা গোলদার ও একই জেলার ও থানার কারোলা গ্রামের স্বপন পালের ছেলে সুব্রত পাল,যশোর জেলার ঝিকরগাছা থানার বাইশা চাঁদপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে নাহিদ হাসান,সদর উপজেলার রেলগেট পশ্চিম পাড়ার আব্দুস সালামের ছেলে দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে,মঙ্গলবার ১৮ জুলাই রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেেেয় ডিবি’র এএসআই নাজমুল ইসলামসহ একটি চৌকস টিম শহরের ষষ্টিতলা পাড়াস্থ জেলা স্কুলের মেইন গেটের উত্তর পাশে মুজিব সড়কে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা নাহিদ হাসান,দেলোয়ার হোসেন দৌড়ে পালানোর এক পর্যায় তাদের দু’জনকে গ্রেফতার করে। এ সময় নাহিদ হাসানের হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। নাহিদ হাসান পুলিশকে জানান,উক্ত গাঁজা ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আবুল কালামের স্ত্রী শাবানা খাতুনের কাছ থেকে নিয়ে এসে দেলোয়ার হোসেনসহ বিভিন্ন গাঁজা বিক্রেতার কাছে শাবানার সহায়তায় বিক্রি করে থাকেন। অপরদিকে, চাঁচড়া পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১৮ জুলাই বেলা ১১ টার সময় ওই ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ যশোর বেনাপোল সড়কের পুলেরহাট বাজারস্থ মিন্টুর মার্কেটের সামনে জনৈক আব্দুল গণি এর ফলের দোকানের সামনে থেকে দু’জন ব্যক্তিকে সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জের এক পর্যায় ভারতীয় নাগরিক বাপ্পা গোলদার ও সুব্রত পালকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি ভারতীয় পাসপোর্ট জব্দ করেন। এসময় তাদের দখলে থাকা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৪ বোতল মদ উদ্ধার করে।