যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীদের উদ্যোগে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে প্রাক্তন ছাত্রদলের নেতাকর্মীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে জড়ো হতে থাকে। পরে একই স্থানে সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্টানের আয়োজন করা হয়। এ সময় তারা তাদের ক্যাম্পাসের স্মৃতিচারণ করেন।
এ সময় উপস্থিত ছিলে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সাবেক নেতা ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র যশোর পৌরসভা সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার পরশ প্রমুখ।
এ উপলক্ষে ক্যাম্পাসে এক বণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছিল প্রতী ভলিবল, ক্রিকেট ও ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।