ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে ক্রিকেটে এম এল হাইস্কুল চ্যাম্পিয়ন

জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা সরকারী এম. এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহি বিএম হাইস্কুল মাঠে খেলা শুরু হয়।

খেলায় প্রথমে ব্যাট করে সরকারী এম এল হাইস্কুল নির্ধারিত ওভারে ৪উইকেট হারিয়ে ৫০রান সংগ্রহ করে। জবাবে ৫১রানের র্টাগেটে ব্যাড করতে নেমে নির্ধারিত অভার শেষে ৪৯ রান করে। ফলে ০১রানে ঝিকরগাছা এম এল হাইস্কুল জয় লাভ করে। খেলায় সর্বোচ্চ ২২রান করে সরকারী এম এল হাইস্কুলের খেলোয়ার মহিব হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।

খেলা চলাকলিন দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেছেন, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সহকারী প্রান শিক্ষক নাজমুল আলম, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর, উপজেলা ক্রীড়া সমিতির সহ-সাধারন সম্পাদক মাস্টার আবু হাসান, সরকারী এম এল হাইস্কুলের ক্রীড়া শিক্ষক দেবাশীষ সরকার, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন ড্যানী, আটুলিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষর্থীবৃন্দ।