এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে রেকর্ড ৩৫১ রান তুলেছে ইংলিশরা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ইংল্যান্ডের এমন রানপাহাড়ে চড়ার দিনে ব্যাট হাতে অগ্নিমূর্তি ধারণ করেন ওপেনার বেন ডাকেট। ১৭ চার আর ৩ ছক্কার সাহায্যে ১৪৩ বলে ১৬৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তিনি। টুর্নামেন্টের আগে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তিন পেস মহারথী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউড। তাতে দলটির বোলিং আক্রমণের শক্তি খর্ব হয়েছে।
আর সে সুযোগ নিয়েই ইংল্যান্ডের ব্যাটাররা অজি বোলারদের শাসন করেছেন। তাদের কচুকাটা করে লিখেছেন ইতিহাস। লাহোরের পাটা উইকেটের অবদানও অবশ্য কম ছিল না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি প্রায় ২০ বছর ধরে নিউজিল্যান্ডের দখলে ছিল। টুর্নামেন্টের ২০০৪ সংস্করণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেটে ৩৪৭ রান তোলে কিউইরা।
এদিকে ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ট্র্যাভিস হেডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশ পেসার জফরা আরচারের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৬ রানেই সাজঘরে ফিরেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেটে ২৭ রান তুলেছে অজিরা।