জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার আইনি বাতিল এবং পৃথক কর্তৃপক্ষ গঠন করে এনআইডি সরিয়ে নিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত পুরোপুরি বাতিলের দাবিতে এবার আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা। এক্ষেত্রে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
তবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অব্যাহত রাখতে ‘আপাতত’ কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি স্থগিতও করলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
তিনি বলেন, এনআইডি সেবা সুচারুভাবে করতে ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘ন্যাশনাল সিটিজেন ডেটা কমিশন’ নামে স্বতন্ত্র সংস্থার সুপারিশ করেছে। এর আগে সরকার এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার আইন স্থগিত করেছে, বাতিল করেনি। তাই সেটা বাতিল করতে হবে। একই সঙ্গে পৃথক অথরিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত থেকে একেবারে সরে আসতে হবে। অন্যথায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিও পালন করেছেন ইসি কর্মীরা। সে সময় সরকার ১৮ মার্চের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে না এলে ১৯ মার্চ ‘অপারেশনাল হল্ট’ নামে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছে, যে এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। এজন্য সাধারণের সার্বিক সেবার কথা বিবেচনা করে ও আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি আমরা। তবে দাবি পূরণে প্রক্রিয়া বিলম্বিত হলে আগামীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে।
আপাতত ইসিতে থাকলেও স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে এনআইডি
এ সময় ইসির যুগ্ম সচিব ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, সরকারের তরফ থেকে বলা হয়েছে আপাতত এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকবে। আপাতত বিষয়টা কি, এটা ইসির অধীনে আছে, থাকবে। ভোটার ডাটাবেজ থেকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র দুটি কার্যক্রম চলছে। কাজেই এটা আলাদা করা যাবে না।
তিনি বলেন, আমরা আপাতত কর্মসূচি ডাউন করেছি। তবে সরকার আমাদের দাবি না মানলে এরপর আমরা কমপ্লিট শাটডাউনে যাব।