যশোর জেলা আওয়ামী লীগ সভাপতিসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল  

চাঁদাবাজি এবং পিপিকে মারপিট মামলার অভিযোগ এনে যশোর কোতোয়ালি থানার পুলিশ যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন এই চার্জশিট আদালতে দাখিল করেছেন।রোববার রাতে বিষয়টি জানাজানি হয়।
উক্ত মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সহযোগী শহরের ঘোপ জেল রোডের এনায়েত আলীর ছেলে শাহিনুর রহমান শাহিনকেও অভিযোগ পত্র নাম রাখা হয়েছে।
শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাটের মামলা রয়েছে।সেই মামলায় তিনি কারাগারে আছেন। পরে আরও কয়েকটি মামলায় যশোর কোতোয়ালি থানা থেকে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের আমলে যশোর শহরের জজ কোর্ট মার্কেটের সামনের ফুটপাতের হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। তাকে সহযোগিতা করতেন শাহিনুর রহমান শাহিন।
২০২৪ সালের ৬ অক্টোবর সন্ধ্যায় শাহিন চাঁদা আদায়ের জন্য ওই এলাকায় যাওয়ার পর হকারদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পাশে থাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রয়াত অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল সেখানে উপস্থিত হয়ে শাহিনকে চাঁদা তুলতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ফোন করে ডেকে আনেন। মিলন ঘটনাস্থলে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলালুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি মীমাংসার জন্য তিনি ওইদিন রাতেই ফাঁড়িতে উভয় পক্ষকে যেতে বলেন।
কিন্তু সেখানে যাওয়ার পরপরই জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুলকে চড়-থাপ্পড় মারেন। তিনি নিজের কাছে থাকা শটগান দিয়ে গুলি করারও হুমকি দেন। এ ঘটনায় অ্যাডভোকেট মুকুল আদালতে মামলা করেন।
প্রথমে মামলাটি তদন্ত করেন কোতয়ালি থানার তখনকার পরিদর্শক (তদন্ত) কেএম শফিকুল আলম। তার বদলির পর মামলাটি তদন্তের দায়িত্ব পান থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। তিনি এই মামলায় অ্যাডভোকেট শহিদুল ইসলাম মিলন ও শাহিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল
করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।