বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে যশোরে মাসুদুর খান ফাউন্ডেশনের স্যালাইন বিতরণ

“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোচিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে শহরের বকচর এলাকায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করেছে মাসুদুর খান ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন।
সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক লিটন হোসেন, মাসুদুর খান ফাউন্ডেশন যশোরের নির্বাহী পরিচালক শামসুজ্জামান স্বজন, এনজিও সমন্বয়কারী শাহাজাহান নান্নু, সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং নির্বাহী সদস্য আবিদ সাঈদ শিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্টের সিনিয়র সেলস্ ম্যানেজার আসলামুল আলম, অপারেশন ম্যানেজার অতিকুর রহমান, কার্যনির্বাহী অফিসার মুরাদ হোসেন ও এনজিও কর্মী নাছির উদ্দীনসহ অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।