ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) সাহেবের যশোর আগমন উপলক্ষে চৌগাছা উপজেলায় এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০এপ্রিল) সকাল ১০টায় চৌগাছা উপজেলা শহর থেকে শুরু হয়ে শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে, যা মুহূর্তেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে নেয়।
শোডাউনে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান ও আসাদুজ্জামান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, শ্রমিক ইসলামী আন্দোলনের সভাপতি হাজী শিয়াব উদ্দিন, যুব আন্দোলনের উপজেলা সেক্রেটারি ইউসুফ আমির পরাগ, প্রচার সম্পাদক শামীম রেজা, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্র ইসলামী আন্দোলনের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক তানভীর হোসেন ও নারায়নপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শুকুর আলী।
এছাড়া উপজেলা ইসলামী আন্দোলন, যুব, ছাত্র ও শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা শোডাউনটিকে প্রাণবন্ত করে তোলেন।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই শোডাউনের মাধ্যমে আমিরের আগমন উপলক্ষে চৌগাছা উপজেলায় এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।