গতকাল রোববার দিনব্যাপী যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
প্যারেডে অংশগ্রহণকারী সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সরকারি পোশাক ও টার্নআউট পরিদর্শন করে পুলিশ সুপার সন্তুষ্টি প্রকাশ করেন। পরে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন যশোর পুলিশ লাইন্সের আরআই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনসহ সকল ইউনিটের অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।