নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে শুভ নববর্ষ উদযাপিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ৯টায় র্যালি শেষে শিশু কিশোর কিশোরীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসােনা খাতুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা,
৩নং মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পলাশ, বৈষম্য ছাত্র আন্দোলনের সম্রাট হোসেন, সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনে নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বৈশাখী শোভাযাত্রাশ বিএনপি, যুবদল, ছাত্রদল কেশবপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।