যশোর বাঘারপাড়ার উপজেলার পি এইচএল মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মফিজুল রহমান লিটন’ কে সভাপতি মনোনীত করা হয়েছে।
গত রোববার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড.মোঃ কামরুজ্জামান, স্বাক্ষরিত পি এইচ এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়,উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, আসাদুজ্জামানকে অভিভাবক প্রতিনিধি ও তপন কুমার সরকারকে সাধারণ শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মফিজুল রহমান লিটন’ লিটন পি এইচ এল মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মনোনীত হওয়ায় আসনের জাতীয়তাবাদী দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ইঞ্জিনের টিএস আইয়ুবকে শুভেচ্ছা জানান। বিদ্যালয় কে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন নতুন পরিচালনা পর্ষদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সার্থসংশ্লিষ্ট কিছু বিষয় অকন্ন রাখার অঙ্গীকার করেন।