যশোরে সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদিয়া ভাসান পাড়ায় সন্ত্রাসীদের বর্বোরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবার পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সোমবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এসময় সদর উপজেলা বিএনপি, নরেন্দ্রপুর, কচুয়া ও বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন,এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি সব সময় থাকবে।”

তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন,এই হামলার সাথে জামাত কিংবা অন্য কোনো সন্ত্রাসী জড়িত থাকলে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”

স্থানীয়দের অভিযোগ, হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।