আগামী ২০ এপ্রিল যশোর জেলায় তিনজন সরকারের উপদেষ্টার আগমন উপলক্ষে (সোমবার) জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
প্রস্তুতিমূলক এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
সভায়,যশোর সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী সভায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির, ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল মোঃ আরিফুল ইসলাম, খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক, ৫৫ এমপি ইউনিটের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাওহীদ আমিন, ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল রেজাউর রহমান, যশোরের পুলিশ সুপার রওনক জাহান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান এবং পানি উন্নয়ন বোর্ড, যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। জানানো হয়, নদনদীতে ব্যাপক হারে পলি পড়ার কারণে হরিনদী, হরিহার, অপারভদ্রা নদীসহ অন্যান্য নদীর নাব্যতা হারিয়েছে। ফলে এসব নদী পুনঃখননের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়া আমডাঙা খাল সংস্কার এবং নদীর খাস জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মৎস্যঘের ও ইটভাটা অপসারণসহ বাস্তবায়নযোগ্য প্রকল্প গ্রহণে নানা প্রতিবন্ধকতার বিষয়ও উঠে আসে আলোচনায়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অক্টোবর পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ১০ নভেম্বর মন্ত্রণালয়ের উপদেষ্টা ভবদহ এলাকা পরিদর্শনে আসেন। সেসময় স্থানীয় জনগণ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানান। এ প্রেক্ষিতে ১৭ নভেম্বর জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে সুপারিশ করে।