যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য ইংরেজি দৈনিক পত্রিকা আওয়ার টাইমের যশোর জেলা প্রতিনিধি জাহিদুল কবীর মিল্টনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সাংবাদিক মিল্টনের প্রতিবেশী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নুরুল মোহাইমেন লকেট কর্তৃক এই হুমকি প্রদান এবং পরিবারের নিরাপত্তা বিঘিœত করায় মিল্টন যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাংবাদিক জাহিদুল কবীর মিল্টনকে হত্যার হুমকি ও পরিবারের নিরাপত্তা বিঘিœত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংবাদিক মিল্টনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একইসাথে নেতৃবৃন্দ সাংবাদিক মিল্টনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ প্রশাসনের প্রতি যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।