গ্রেপ্তার সাবেক এমপি মনুর নামে সাত হত্যাসহ ১২ মামলা

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে (৬৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ডিবি-গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত সাতটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।
কাজী মনিরুল ইসলাম মনু ২০২০ সালে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া, তিনি ২০১৬ সাল থেকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।