যশোর শহরের শংকরপুর পশু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি ভাইপো রাকিবকে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার কিছুক্ষণ পরেই তাকে পুনরায় আটক করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইপো রাকিব মূলত শংকরপুর পশু এলাকার বাসিন্দা এবং তিনি এলাকার আলোচিত ব্যক্তিত্ব কাজী তৌহিদের ছেলে। সম্প্রতি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন,বেশ কিছুদিন কারাভোগের পর সোমবার বিকেলে আদালত থেকে জামিনে মুক্তি পান রাকিব। তবে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কোতোয়ালি থানার পুলিশ পুনরায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “ভাইপো রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র, চাঁদাবাজি, মারামারি, এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও নতুন একটি মামলায় তিনি সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে রাকিব ও তার অনুসারীরা। বিভিন্ন সময় চাঁদা আদায়, হুমকি, এবং মারধরের মতো অপরাধে তার নাম উঠে এসেছে। পুলিশি অভিযান ও গ্রেফতার সত্ত্বেও রহস্যজনক কারণে রাকিব বারবার জামিনে মুক্ত হয়ে অপরাধমূলক কার্যকলাপে সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পুরনো মামলা ছাড়াও নতুন করে আরও কিছু অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।