যশোর-ঝিনাইদহ সড়কের হৈবতপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে মঙ্গলবার ভোরে একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে গেলে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাত মাইল এলাকা থেকে ইজিবাইকযোগে যশোরের চৌগাছা উপজেলার উদ্দেশ্যে রওনা হন এনায়েতপুর গ্রামের মৃত মকবুল খানের ছেলে মুহিদুল (৪৫),শাহবাজপুর গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী জাহানারা (৫০), রামকৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমুন নাহার (৪৫) ও তার শিশু কন্যা জারা (৭)।
ভোর সাড়ে পাঁচটার দিকে তারা রওনা দিয়ে প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে কাজী নজরুল ইসলাম কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহগামী একটি অজ্ঞাত ট্রাক ইজিবাইকটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে শনাক্ত ও আটক করার জন্য অভিযান চালাচ্ছে।