যশোরে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো তীব্র দাবদাহ বইছে। বুধবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দপ্তর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড গরমে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। কৃষক ও শ্রমিকরা চরম ভোগান্তির মধ্যেও বোরো ধান কাটা অব্যাহত রেখেছেন। কৃষক শামীম হোসেন বলেন,রোদের তাপে কষ্ট হলেও ফসল ঘরে তোলা জরুরি।”
তাপপ্রবাহে যশোরের বিভিন্ন সড়কে পিচ গলে ঢিবি হয়ে যাচ্ছে। বিশেষ করে মণিরামপুর-কেশবপুর, যশোর-নড়াইল ও যশোর-মাগুরা মহাসড়কে এ দৃশ্য চোখে পড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।