যশোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনার দেশে ফেরার পর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) যশোর জেলা শাখা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে শহীদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, খালেদ সাইফুল্লাহ, সাজিব সারোয়ার, আসমা খানম, সোয়াইব হোসেন, মাসুম বিল্লাহ ও নুরুজ্জামান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শাসন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দীর্ঘদিন ধরে লড়াই করেছে। বহু প্রাণ গেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। সেই ত্যাগের বিনিময়ে দেশে ফিরে খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে ছাত্র-জনতা আবার রাজপথে নামবে।
তারা আরও বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ, আদালতের রায় এবং জনগণের রায়ের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা সম্ভব। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাই এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,যারা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নামে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও রাজপথে স্লোগান তোলা হবে। জামায়াত, ইসলামী আন্দোলনসহ যারা এই প্রক্রিয়ায় যুক্ত, তারাও রেহাই পাবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতারা জানান, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের পক্ষে থাকবে, তাদের আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেয়া হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।